শিশিরের ঝড় উঠে | দিলরুবা শাহাদাৎ
শিশিরের চোখে ভালবাসার এক নয়াদিগন্ত হেঁটে চলেছে।
মধ্য পৌষের শীত রাত্রির দ্বিতীয় প্রহরে,
শিশিরের স্রোত ধারায় উল্লসিত চাঁদ।
আকাশের বুক থেকে ছিটকে এলো আমার হাতের মুঠোয়।
চাঁদকে আলিঙ্গন করে বিছানায় ছড়িয়ে দেই।
চাঁদের উদ্ভাসিত আলোর ছটা বর্ণিল ভালোবাসায়
রাঙ্গা হয়ে উঠে, জোৎস্নার স্বর্ণালী আয়নায়।
নতুন দিনের আলোর ভালবাসায় শিশিরের ঢেউ
এ নতুন পথের সন্ধান পেতে পাই।
হৃদয় গভীরে শিশিরের ঝড় হতে থাকে।
তবুও শুন্য হৃদয় ভেঙ্গে যায়,
প্রতিদিন কাঁচের টুকরোর মত,
তখন কবিতার শুন্য খাতা কালির আঁচরে
চমকে ওঠে রাত্রির এক ব্যাথা ভরা বুকের গভীরে।