ফের চারদিনের রিমান্ডে তুষার কান্তি
স্টাফ রিপোর্টার ♦ রংপুরে ফল ব্যবসায়ী মেরাজ হত্যা মামলায় মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডলের আবারও ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার (২৫ সেপ্টেম্বর) সকালে তুষার কান্তির রিমান্ড মঞ্জুর করেন চিফ মেট্রোপলিটন কোতয়ালী আদালত-২ এর বিচারক আসাদুজ্জামান।
এর আগে মেরাজ হত্যা মামলায় আওয়ামী নেতা তুষারের ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেছেন তদন্ত কর্মকর্তা মেট্রোপলিটন কোতয়ালী থানার এসআই বিজন। শুনানি শেষে আদালত চারদিনের রিমান্ড মঞ্জুর করেন।
গত ৫ আগষ্ট আওয়ামী সভাপতি ও সাবেক সরকার প্রধান শেখ হাসিনা দেশত্যাগের পরপরই গাঢাকা দেন আওয়ামী নেতা তুষার কান্তি মন্ডল। পরে গত ১৭ সেপ্টেম্বর ঢাকার সাভারে র্যাবের অভিযানে গ্রেফতার হন তুষার কান্তি।
উল্লেখ্য তুষার কান্তি মন্ডল রংপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে ছিলেন। তবে ২০২৩ সালে রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী প্রার্থী হোসনে আরা লুৎফা ডালিয়ার জামানত বাজেয়াপ্ত হওয়ায় রংপুর জেলা ও মহগানগর আওয়ামী লীগের কমিটি ভেঙ্গে দেয়া হয়।